Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময় সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

১.

ভিজিডি কর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষন প্রদান ও আয়বর্ধক  কর্মসুচীতে তাদের জড়িতকরন এই কার্যক্রমের অধিনে ভিজিডি  কার্ডধারী  মহিলাদেরকেঃ

ক) ২৪ মাস চক্রে বিনা মূল্যে খাদ্য  শস্য  প্রদান করা হয় ।

খ) আয়বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষন  দেয়া হয় ।

গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের  ঋন সুবিধা প্রদান করা হয়

দরিদ্র  পীড়িত ও দুঃস্থ  গ্রামীন   মহিলা।

উপজেলা মহিলা বিষয়ক

কর্মকর্তার কার্যালয়

২৪ মাস

বা ২ বছর

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  

 

২.

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী

দরিদ্র মার  জন্য মাতৃত্ব কালীন  ভাতা প্রদান কর্মসুচীর অধিনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের  মাসিক ৮০০/-০০ টাকা হারে  ৩ বছর মেয়াদে মাতৃত্ব কালীন ভাতা প্রদান করা হয় ।

পল্লী  এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা  ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  ।

৩৬ মাস

বা ৩বছর 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 

 

 ৩.

 

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত মহিলাদেরকে আত্ন কর্মসংস্থানের  জন্য  ক্ষুদ্রঋণ প্রদান করা হয় ।

কর্মক্ষম  প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র মহিলা ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  ।

আবেদন  প্রাপ্তির ১ মাসের মধ্যে  ঘুর্ণায়মান  ঋণ এবং বরাদ্দকৃত ঋন ২ মাসের মধ্যে বিতরন করা হয় ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 

 

৪.

নারী ও শিশু নিযাতন প্রতিরোধ

 মহিলা ও শিশুদের আইনগত সহায়তা  প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও  শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে  নারী ও শিশু নির্যাতন  মুলক অভিযোগের প্রেক্ষিতে  প্রয়োজনীয়   আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু  ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়  ।

 আবেদন ও অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 

 

৫.

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ণ কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন প্রদানের লক্ষে পরিদর্শন পূর্বক সুপারিশ করা হয়।

সক্রিয় স্বেছাসেবা মহিলা সমিতি/সংগঠন 

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

৬.

সক্রিয় নিবন্ধন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামপক) হতে মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে মহিলা সমিতি/সংগঠন সমূহের অনুদান প্রাপ্তির আবেদন সুপারিশ পূর্বক জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়।

নিবন্ধিত সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংগঠন

প্রধান কার্যালয়/জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির ২মাসের মধ্যে নিবন্ধনকৃত সক্রিয় সমিতির অনুদানের ব্যবস্থা করা

মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা।

 

৭.

নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য

নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশুদের আর্থিক ভাবে সাহায্যের জন্য প্রাপ্ত আবেদন সুপারিশ পূর্বক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

নির্যাতিত দুঃস্থ ও অসহায় নারী ও শিশু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে ১ বছরের মধ্যে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

৮.

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা মূলক কার্যক্রম

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনায়নে বিভিন্ন প্রকার জনসচেতনতা মূলক কার্যক্রম যেমনঃযৌতুক নিরোধ, বাল্য বিবাহ রোধ, যৌন হয়রানী বন্ধকরণ, এইচ,আই,ভি প্রতিরোধ ইত্যাদি সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ

উপজেলাধীন সকল জনগোষ্টী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

 

৯.              

 

 

১। ভি,জি,ডি কর্মসুচীঃএই কর্মসুচীর মাধ্যমে দুঃস্থ,দরিদ্র মহিলাকে প্রতিমাসে (২৪মাস) ৩০ কেজি হারে গম/চাউল প্রদান করা হয়। বর্তমানে অত্র উপজেলায় উপকার ভোগীর সংখ্যা ৭৪৯ জন।

 

 ২। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচীঃ এই  কর্মসুচীর  মাধ্যমে দুঃস্থ দরিদ্র গর্ভবতী মাকে ৩৬ মাস-প্রতিমাসে ৮০০/-(আটশত)টাকা হারে ভাতা প্রদান করা হয়। অত্র উপজেলায় বর্তমান অর্থবছরে ভাতা ভোগীর সংখ্যা ১,০৬৪ জন।

 

৩। মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমঃমহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। বর্তমানে ঋণ গ্রহিতার সংখ্যা ৪৫০জন।